ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বর্তমানে ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালে অবস্থান করছেন বলে জানা গেছে।

ডিজিটাল সংবাদমাধ্যম ‘সকাল সন্ধ্যা’র সম্পাদক গাজী নাসির উদ্দীন আহমেদের এক ফেসবুক পোস্টে দাবি করা হয়, তার এক বন্ধু চিকিৎসার জন্য অ্যাপোলোতে গেলে সেখানেই ওবায়দুল কাদেরকে দেখতে পান।

ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়, আজ শুক্রবার বিকেলে এক বাংলাদেশি রোগী অ্যান্ডোক্রাইনোলজিস্ট শ্যামাশীষ ব্যানার্জীর জন্য অপেক্ষা করছিলেন। ঘণ্টাখানেক পর ডাক্তার রুম থেকে একজন বের হন— আকাশি রঙের টি-শার্ট ও প্যান্ট পরা ভদ্রলোক। চেহারা দেখে তিনি বলেই ফেলেন, “ওবায়দুল কাদের না!” তখনই তিনি মুখে মাস্ক পরে দ্রুত বের হয়ে যান।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ওবায়দুল কাদের কোথায় আছেন, তা নিয়ে দেশজুড়ে গুঞ্জন চলছিল।
অন্য নেতাদের অবস্থান জানা গেলেও কাদেরকে নিয়ে ছিল নীরবতা।

গত বছরের শেষ দিকে একটি জাতীয় দৈনিক রিপোর্ট করে, ক্ষমতা হারানোর তিন মাস পর গত ৮ নভেম্বর শিলং হয়ে কলকাতায় প্রবেশ করেন কাদের। তবে এতদিন কোনো দৃশ্যমান উপস্থিতি না থাকায় তা ছিল অনিশ্চিত।

পোস্টে আরও দাবি করা হয়, ওবায়দুল কাদেরকে সুস্থ এবং চেহারায় স্বাভাবিক ও আত্মবিশ্বাসী মনে হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।