সিবিএন :
কক্সবাজার জেলার শ্রেষ্ঠ রোভার গ্রুপ হিসেবে পরিচিত “কক্সবাজার সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপ” জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪-এ জেলার শ্রেষ্ঠ রোভার গ্রুপ হিসেবে স্বীকৃতি পেয়েছে। ২০০১ সাল থেকে টানা সমাজসেবামূলক কার্যক্রমে যুক্ত থেকে নিজেদের দক্ষতা ও দায়বদ্ধতার প্রমাণ রেখে চলেছে এই গ্রুপটি।
আরএসএল ও পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি চৌকস ও নিবেদিতপ্রাণ দল নিয়ে এগিয়ে যাচ্ছে রোভার গ্রুপটি। বন্যা ও ভূমিকম্প দুর্গতদের সহায়তা, জাতীয় দিবস উদযাপন, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, গরমে ঠান্ডা পানি বিতরণ, ম্যারাথন আয়োজনসহ নানামুখী সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছে তারা।
এই ধারাবাহিকতার অংশ হিসেবেই গ্রুপের দুই সদস্য মোহাম্মদ জাহিদ ও উগ্য মারমা সদস্য স্তরের রোভার প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করে প্রশিক্ষণ স্তরে পদোন্নতি লাভ করেছেন। তাঁদের এই অর্জনের স্বীকৃতিস্বরূপ কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ও রোভার স্কাউট গ্রুপের সভাপতি প্রফেসর এস এম আকতার উদ্দিন চৌধুরী এবং গ্রুপ সম্পাদক এহছানুল হক হেলালি আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ স্তরের অ্যাপলেট পরিয়ে দেন। এসময় উপস্থিত ছিলেন আরএসএল জাহাঙ্গীর আলমও।
জাহিদ ও উগ্য মারমার এই সাফল্য প্রমাণ করে, তারা স্কাউটিং-এর মূলনীতি—সেবা, নেতৃত্ব ও আত্মনির্মাণ—এর প্রতি আন্তরিক ও প্রতিশ্রুতিশীল। এই অর্জন রোভার স্কাউট গ্রুপের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তুলবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।