নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের সিনিয়র সাংবাদিক বদিউল আলমকে আহবায়ক করে সাংবাদিকদের দাবি আদায়ের অন্যতম সংগঠন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। একইসাথে ইউনিয়নের মেয়াদোত্তীর্ন কমিটি বাতিল করা হয়েছে।
নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক বদিউল আলমের কাছে বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরীর স্বাক্ষরে প্রেরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর নির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর ৫ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটির অন্য সদস্যরা হলেন-মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, হাসানুর রশিদ, এম আর মাহবুব ও মোহাম্মদ হাশিম। নবগঠিত আহবায়ক কমিটি ইউনিয়নের পরবর্তী নির্বাচিত কমিটি দায়িত্ব না নেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীনের সভাপতিত্বে ও মহাসচিব কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় খায়রুল বাশার, একেএম মহসিন, বাছির জামাল, শহীদুল ইসলাম, এরফানুল হক নাহিদ, আবু বকর, শাহীন হাসনাত, মোদাব্বের হোসেন, অপর্ণা রায়, খুরশীদ আলম, ম. হামিদুল হক মানিক, আবু হানিফ, দেলোয়ার হোসেন, সাইফুল ইসলাম, কাজী বিপ্লব হাসান ও সাখাওয়াত হোসেন মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।