মো. আরকান, পেকুয়া প্রতিনিধি;
কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের নাপিতখালী ব্রিজ সংলগ্ন এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার এবিসি আঞ্চলিক মহাসড়কে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারী ও এক শিশুসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১২ এপ্রিল) মাগরিবের সময় এ দুর্ঘটনা ঘটে। আহতরা চট্টগ্রাম থেকে চকরিয়ার কোনাখালী এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাপিতখালী ব্রিজের মাথায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তীব্র গতির কারণে সংঘর্ষটি খুবই ভয়াবহ ছিল। এতে ঘটনাস্থলেই দুই নারী ও একটি শিশু গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। দুর্ঘটনার পর স্থানীয়রা একটি সিএনজি জব্দ করলেও চালক পালিয়ে যায়।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।