মো. আরকান, পেকুয়া প্রতিনিধি;
“সমুদ্র ও উপকূলীয় অঞ্চল দূষণমুক্ত রাখা” এবং “ওয়াটার ট্যুরিজমকে প্রমোট করা”—এই তিনটি মূল স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিয়েছেন ১৫ জন সাঁতারু।
বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং (বোয়াস)-এর আয়োজনে শুক্রবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে পেকুয়ার মগনামা ঘাট এলাকা থেকে সাঁতার শুরু করেন তারা। প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ কুতুবদিয়া-পেকুয়া চ্যানেল পাড়ি দিয়ে তারা শেষ করেন বড়ঘোপ ঘাটে।
প্রতিযোগিতায় আন্তর্জাতিক সাঁতারু সাইফুল ইসলাম রাসেল ১ ঘণ্টা ২৫ মিনিট সময় নিয়ে প্রথম, পেকুয়ার সন্তান আবদুল মতিন ১ ঘণ্টা ৫৫ মিনিটে দ্বিতীয় এবং শাখাওয়াত হোসেন সাকিব ২ ঘণ্টা ৫ মিনিটে তৃতীয় স্থান অর্জন করেন।
সাঁতারু সাইফুল ছাড়া বাকি ১৪ জন প্রতিযোগী প্রায় ২ ঘণ্টার মধ্যে তাদের সাঁতার শেষ করেন।
ইভেন্টটির উদ্বোধন করেন বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিংয়ের (বোয়াস) উপদেষ্টা মোহাম্মদ শিমুল চৌধুরী। তিনি জানান, উপকূলীয় এলাকায় সুইমিং খেলার প্রসার, জনসচেতনতা বৃদ্ধি এবং নতুন প্রতিভা খুঁজে বের করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
প্রথম স্থান অর্জনকারী আন্তর্জাতিক সাঁতারু সাইফুল ইসলাম বলেন, “যখনই শুনি কোনো শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে, তখন খুব কষ্ট পাই। তাই উপকূলীয় মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।”