চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে রাশিয়ান নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ। চার দিনের শুভেচ্ছা সফরের অংশ হিসেবে রোববার (১৩ এপ্রিল) দুপুর ১২টার পর জাহাজগুলো চট্টগ্রাম বন্দর চ্যানেলে প্রবেশ করে এবং পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করে।

জাহাজগুলোকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় রাশিয়ান দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা সফরের অংশ হিসেবে রাশিয়ান যুদ্ধজাহাজের অধিনায়ক ও নাবিকরা চট্টগ্রামে বেশ কিছু কর্মসূচিতে অংশ নেবেন। তারা বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন ঘাঁটি ও যুদ্ধজাহাজ পরিদর্শন করবেন। এছাড়া চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান ও চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সফরকালে রুশ নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখবেন। সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে রাশিয়ার সঙ্গে গড়ে ওঠা বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতেই এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।