নিজস্ব প্রতিবেদক:
লবণের ন্যায্য মূল্যের দাবিতে মহেশখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি দিয়েছে লবণ চাষী কল্যাণ সমিতি।
১৩ এপ্রিল দুপুরে মহেশখালী ইউএনও অফিসের সামনে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ।
বিশেষ অতিথি ছিলেন, আবদু শুক্কুর সি.আই.পি, লবণ চাষী কল্যাণ সমিতি বাংলাদেশের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শাহাব উদ্দীন, মহেশখালী (দক্ষিণ) জামায়াতে ইসলামীর সভাপতি মাস্টার শামীম ইকবাল, নেজামে ইসলামী পার্টির উপজেলা সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, এবি পার্টির আহ্বায়ক আবদুল হান্নান, লবণ চাষী কল্যাণ সমিতির উপদেষ্টা অ্যাডভোকেট হামিদুর রহমান, লবণ চাষী কল্যাণ সমিতি জেলার সহ-সভাপতি মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোসলেম উদ্দীন, কুতুবজোম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিউল আলম, ছোট মহেশখালীর সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা।
লবণ চাষী কল্যাণ সমিতি মহেশখালী উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে কর্মসূচিতে সমিতি সংশ্লিষ্টরাসহ সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।