বার্তা পরিবেশক:
অদ্য ১৩ এপ্রিল ২০২৫ ইং, রবিবার জেলা শহরের কলাতলী হোটেল ‘অস্টার ইকো’ হল মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি মাওলানা মুহাদ্দিস আমিরুল ইসলাম এর সভাপতিত্বে জেলা মজলিসে শূরার (পরামর্শ বোর্ড) অধিবেশন, কমিটি পুনর্গঠন ও পূর্ণাঙ্গ কমিটির শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম সিনিয়র যুগ্ম মহাসচিব, মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জান্নাতুল ইসলাম,ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি নুরুল বশর আজিজী।
মজলিসে শূরার অধিবেশনে প্রধান অতিথি মাওলানা গাজী আতাউর রহমান সার্বিক পরিস্থিতি পর্যালোচনা ও পরামর্শের ভিত্তিতে গত ৬ ফেব্রুয়ারি ২০২৫ ইং গঠিত কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পূণরায় শূরা সদস্যদের মতামত তথা প্রকাশ্য ভোটদানের ভিত্তিতে নতুনভাবে ২০২৫-২০২৬ সেশনের জন্য সদ্য সাবেক সভাপতি হযরত মাওলানা আমীরুল ইসলামকে সভাপতি ও জনাব এ.আর.এম. ফরিদুল আলমকে সেক্রেটারি করে কমিটি ঘোষণা করেন।

নবগঠিত ২০২৫-২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি দায়িত্বশীলরা হলেন যথাক্রমে, সভাপতি মাওলানা আমিরুল ইসলাম মীর, সহ সভাপতি যথাক্রমে মাওলানা মুহাম্মাদ শুয়াইব, মাও. হাফেজ ফরুক ও মাওলানা নেজামুর রহমান সোলাইমানী।
সেক্রেটারি এ.আর.এম. ফরিদুল আলম,জয়েন্ট সেক্রেটারি মাওলানা মোস্তাফিজুল হক চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব আবদুর রউফ লাভলু, সাংগঠনিক সম্পাদক এড. হাফেজ রিদওয়ানুল কাবীর, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা তাহের নঈম,দপ্তর সম্পাদকমুর্শেদুল আলম কাউসার, অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা কামাল উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদকমাওলানা ক্বারী আবু নাছের, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আবদুল খালেক নিজামী,শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক
মুফতি নুরুল্লাহ সিকদার,আইন ও মানবাধিকার সম্পাদক মাওলানা শাকের আজিম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদকআলহাজ্ব হাবিবুর রহমান কন্ট্রাক্টর,মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদকআলহাজ্ব নুরুল আমিন সওদাগর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মাদ বেলাল উদ্দিন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নুর মুহাম্মাদ মাঝু, সাংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ জুবাইর, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ এমদাদ উল্লাহ, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক
ডাক্তার এস এম ইসমাইল, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল হামিদ আজাদ, সহ প্রচার ও দাওয়াহ সম্পাদকমাওলানা সেলিম উদ্দিন, সহ দপ্তর সম্পাদক
মাওলানা হাফেজ ইসমাইল জাফর, সহ অর্থ ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ ওমর ফারুক, সহ প্রশিক্ষণ সম্পাদক মুফতী মুরশেদ কারিমী, সদস্য যথাক্রমে আলহাজ্ব বদিউল আলম সওদাগর, মুহাম্মদ আবদুর রহিম, মাওলানা ইয়াহইয়া সাঈদ, মাওলানা হাফেজ শফিউল আলম, মাওলানা শামসুল হক আজিজী, মাওলানা আসাদ উল্লাহ রহমানী, মাওলানা কলিম উল্লাহ, মাওলানা হাফেজ জামাল উদ্দিন তাওহীদ।

দুপুরের বিরতি পরবর্তী সার্বিক পরামর্শ ও সভাপতি সেক্রেটারির যৌথ প্রস্তাব, মজলিসে শূরার সম্মতি ও কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে ৩৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। প্রধান অতিথি পূর্ণাঙ্গ কমিটিকে শপথ পাঠ করান এবং অনুপস্থিত কয়েকজন দায়িত্বশীলকে অতিদ্রুত জেলা সভাপতি শপথ পাঠ করাবেন মর্মে নির্দেশনা প্রদান করেন।

প্রধান অতিথি উপস্থিত সবাইকে চলমান জাতীয় রাজনীতি, বৈশ্বিক বাস্তবতায় উম্মাহর সংকট, ইসলামী রাজনীতি ও রাজনৈতিক শক্তির উত্থান, সামনের স্থানীয় ও জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় সবধরণের প্রস্তুতি নেওয়ার ও তৃণমূলে (থানা, ইউনিয়ন, ওয়ার্ড) শক্তিশালী সাংগঠনিক ভিত্তি ও শৃঙ্খলা মজবুত করার জোরালো নির্দেশ প্রদান করেন।

জেলা আইএবি’র এই অতীব গুরুত্বপূর্ণ মজলিসে উপস্থিত ছিলেন, জেলা বামুক সদর আলহাজ্ব বদিউল আলম সওদাগর, জেলা আইএবি’র সদ্য সাবেক সহ-সভাপতি মাওলানা মুহাম্নদ শোয়াইব, এ.আর.এম. ফরিদুল আলম, সদ্য সাবেক সেক্রেটারি প্রভাষক রাশেদ আনোয়ার, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান কন্ট্রাক্টর, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল হামিদ আজাদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি মুহাম্মদ ইয়াসিন আরফাত ও জেলা সহযোগী সংগঠন সমূহের সিনিয়র নেতৃবৃন্দ ও থানা আইএবি থেকে আগত মজলিসে শূরার সদস্যবৃন্দ।
নবীন, প্রবীন, বিশিষ্ট আলেম, সাবেক ছাত্রনেতৃত্ব, যুবনেতৃত্ব, ব্যবসায়ী, শিক্ষক, আইন বিশেষজ্ঞ সহ সর্বমহলের অংশগ্রহণে গঠিত এই কমিটি সময়ের প্রত্যাশা পূরণ করতে পারবেন বলেই ধারণা করত: আশায় বুক বাঁধছেন তৃণমূল ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দায়িত্বশীলগণ।
পরিশেষে, মুহাতারাম প্রধান অতিথি, দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব জনাব হযরত মাওলানা গাজী আতাউর রহমান এর দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সভা সম্পন্ন করা হয়।