নিজস্ব প্রতিবেদক, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় লোকালয়ে ঢুকে পড়া দলছুট একটি বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে আবদুল করিম (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। রোববার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের দক্ষিণ সুরাজপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুল করিম দক্ষিণ সুরাজপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন।
স্থানীয়রা জানান, রাতে দলছুট একটি বন্য হাতি লোকালয়ে ঢুকে পড়ে। হাতিটি তাড়াতে স্থানীয়রা লাঠি নিয়ে জড়ো হন এবং কেউ কেউ তাকে ঢিল ছোড়ে। হাতিটি উত্তেজিত হয়ে তাড়া দিলে পালানোর সময় আবদুল করিম সামনে পড়ে যান এবং হাতির পায়ে পিষ্ট হন।
তাকে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য আবদুল কাইয়ুম জানান, আবদুল করিম দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সম্প্রতি দেশে ফিরে কৃষিকাজে যুক্ত হন। হাতি তাড়ানোর সময় দুর্ঘটনার শিকার হন তিনি।
রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বলেন, হাতিটি খাদ্যের সন্ধানে লোকালয়ে এসেছিল। হাতিটি উত্তেজিত হয়ে হামলা চালালে করিম পায়ে পিষ্ট হন। নিহত ব্যক্তির পরিবারকে সরকারি বিধি অনুযায়ী ক্ষতিপূরণ প্রদানের উদ্যোগ নেওয়া হবে।