সিবিএন ডেস্ক ;

কক্সবাজারের উখিয়ায় ছুরিকাঘাতে মোহাম্মদ নুর হোসেন ওরফে সাইফুল (২৩) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকে ইভটিজিংকে কেন্দ্র করে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ওই ক্যাম্পেরই সি ব্লকের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ক্যাম্পের ফুটবল মাঠের পাশে এক রোহিঙ্গা তরুণীকে ইভটিজিংকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের সদস্যরা ছুরি নিয়ে হামলা চালালে সাইফুলসহ তিনজন আহত হন। পরে কুতুপালং জিকে হাসপাতালে নিলে চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন।

আহত দুজন হলেন মোহাম্মদ জোবায়ের (১৭) ও মোহাম্মদ রফিক (১৬)। তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জোবায়েরের অবস্থা আশঙ্কাজনক।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। বর্তমানে ক্যাম্পের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।