রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত দেশের সর্ববৃহৎ ড্রোন শো উপভোগ করেছেন লাখো দর্শক। সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ সরকারের সহযোগিতায় ও ঢাকায় চীনা দূতাবাসের কারিগরি সহায়তায় এই আয়োজন অনুষ্ঠিত হয়।

ড্রোন ও আলোকছটায় ফুটিয়ে তোলা হয় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, জুলাই আন্দোলন, শহীদ আবু সাঈদের বুলেটের সামনে দাঁড়িয়ে থাকা, পানি বিতরণকারী মুগ্ধর আইকনিক মুহূর্ত, নতুন বছরের শুভেচ্ছা, পায়রার খাঁচা ভাঙা থিম এবং ফিলিস্তিনের জন্য প্রার্থনা।

ড্রোন শোর আগে বিকেল ৩টা থেকে শুরু হয় বৈশাখী কনসার্ট। এতে পরিবেশনায় অংশ নেয় বান্দরবানের বেসিক গিটার লার্নিং স্কুল, গারো ও আরএনআর ব্যান্ড ‘এফ মাইনর’, শিল্পী মিঠুন চক্র, ইসলামউদ্দিন, রাকিব, সাগর দেওয়ান, আতিয়া আনিশা, আহমেদ হাসান সানি ও পারশা। অনুষ্ঠান শেষ হয় জনপ্রিয় ব্যান্ড ‘অ্যাশেজ’-এর পরিবেশনায়।

আয়োজকেরা জানান, ড্রোন শো শুধু বিনোদনের নয়, বরং এটি সময়ের বার্তা বহন করে। এর মাধ্যমে প্রযুক্তির সাহায্যে গণআন্দোলন, মানবিক সংকট এবং ভবিষ্যতের আশা তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমানসহ বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা।