কক্সবাজার, ১৪ এপ্রিল ২০২৫:
পহেলা বৈশাখ উপলক্ষে কক্সবাজার সিটি কলেজে আয়োজিত বর্ণাঢ্য নববর্ষ উৎসবে সাধারণ শিক্ষার্থীদের ব্যতিক্রমী মানবিক উদ্যোগ সকলের মাঝে দারুণ সাড়া ফেলেছে। উৎসবের অংশ হিসেবে ‘শহীদ ওয়াসিম স্টল’ নামের একটি স্টলে বিক্রিত পণ্যের আয়ের একটি অংশ ফিলিস্তিনে চলমান মানবিক সংকট মোকাবেলায় সহায়তা হিসেবে প্রদান করা হয়েছে।
এই সহায়তার অর্থ কলেজের অধ্যক্ষ প্রফেসর এস. এম. আকতার উদ্দিন চৌধুরীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন উদ্যোগী শিক্ষার্থীরা।
অর্থ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার সিটি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলম, কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান (সাগর), সদস্য সচিব ওসমান গণি এবং ছাত্রদল নেতা শিবলী, ছোটন, শান্ত, শমসেদ, আঁখি, সাইফুল, শাকিল, মারগুফ, সাজ্জাদ, তাসকিয়া সহ আরও অনেক ছাত্রছাত্রী।
এই মানবিক কার্যক্রম কলেজ ক্যাম্পাসে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। উৎসবে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা শিক্ষার্থীদের এই উদ্যোগকে অভিনন্দন জানিয়ে বলেন, “এই প্রজন্মই পারে বিশ্বমানবতার বার্তা ছড়িয়ে দিতে।”
কলেজের অধ্যক্ষ প্রফেসর আক্তার চৌধুরী শিক্ষার্থীদের এই মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, “মানবিকতার যে আলো তোমরা জ্বালিয়েছো, সেটি শুধু কলেজেই নয়, সারা সমাজে ছড়িয়ে পড়ুক।”
পহেলা বৈশাখের এই ব্যতিক্রমী আয়োজন কক্সবাজার সিটি কলেজের নববর্ষ উদযাপনকে অন্য উচ্চতায় নিয়ে গেছে, যা আগামীদিনে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।