এম. মনছুর আলম, চকরিয়া প্রতিনিধি;
প্রান্তিক চাষিদের উৎপাদিত লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে টেকনাফ উপজেলা লবণ চাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের আয়োজনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা লবণ চাষি সমিতি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী (খোকন মিয়া), টেকনাফ উপজেলা সভাপতি মো. আবদুল্লাহ, এবং সংগঠনের অন্যতম নেতা সোয়াইবুল ইসলাম সবুজসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের একমাত্র দেশীয় লবণ উৎপাদন কেন্দ্র হচ্ছে কক্সবাজার ও চট্টগ্রাম। এর মধ্যে প্রায় ৯৫ শতাংশ লবণ উৎপন্ন হয় কক্সবাজার জেলায়। এখানকার লবণ দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব।
এই লবণ শিল্পের সঙ্গে জড়িত প্রায় ৬৫ হাজার চাষি ও ১০ লাখ মানুষ। তাই এই শিল্প রক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং মাঠপর্যায়ে উৎপাদিত লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানান তারা।
বক্তারা অভিযোগ করেন, মাঠে উৎপাদন ভালো হলেও চাষিরা ন্যায্যমূল্য পাচ্ছেন না। বর্তমানে প্রতি মণ লবণ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়, অথচ উৎপাদন খরচ ৩০০ থেকে ৩৫০ টাকা।
তারা বলেন, লবণ মিল মালিকদের সিন্ডিকেট এবং বিসিক (কক্সবাজার) এর সমন্বিত ষড়যন্ত্রের কারণে দেশীয় লবণ শিল্প হুমকির মুখে। এই ষড়যন্ত্র থেকে শিল্পকে রক্ষা করতে সরকারের প্রধানের কাছে হস্তক্ষেপ কামনা করেন তারা।