সিবিএন:
বর্ণাঢ্য শোভাযাত্রা, লোকজ স্টল, ঐতিহ্যবাহী বলিখেলা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে কক্সবাজার সিটি কলেজে বিপুল উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। সারাদিনব্যাপী নানা আয়োজনে মুখর ছিলো কলেজ ক্যাম্পাস।
সকাল ৯টায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে বর্ষবরণ উৎসবের সূচনা হয়। এরপর বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় ছিল লোকজ সংস্কৃতি, জাতীয় প্রতিকৃতি ও বাঙালির ঐতিহ্যের বহিঃপ্রকাশ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস. এম. আকতার উদ্দিন চৌধুরী। তার সঙ্গে ছিলেন কলেজের এডহক কমিটির বিদ্যোৎসাহী সদস্য এডভোকেট রফিকুল ইসলাম, উদযাপন কমিটির আহ্বায়ক শরমিন ছিদ্দিকা এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।
কলেজ চত্বরে শিক্ষার্থীদের উদ্যোগে বসে বাহারি খাবার, বই ও নানা পণ্যের স্টল। স্টল উদ্বোধনের পর কলেজ মাঠে শুরু হয় ঐতিহ্যবাহী বলি খেলা ও শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে নানা প্রতিযোগিতা।
কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। “এসো হে বৈশাখ” সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া এই আয়োজনে পরিবেশিত হয় গান, নাচ, আবৃত্তি, কৌতুক ও ফ্যাশন শো।
সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন শিক্ষার্থী পুষ্পেন দাশ, জসীম উদ্দিন, স্বীকৃতি বড়ুয়া, প্রতিম বড়ুয়া, মোঃ মোর্শেদ, সাইফুল ইসলাম শাকিল, আদৃতা দাশ, সাউদা ইয়াসমিন তানিশা ও ইকরাত ইরিন কাঁকন। নৃত্যে ছিলেন মোয়াজ, নিসাত, বীথি, চিত্রা ও শিশু শিল্পী প্রকৃতি। কবিতা ও কৌতুক পরিবেশন করেন সোহরাব হায়দার, মোর্শেদ ও নুরুল আমিন। বাদ্যযন্ত্রে সহযোগিতা করেন প্রান্ত ও সুমন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যাপক গোপাল কৃষ্ণ দাশ ও এডভোকেট রফিকুল ইসলাম। সমাপনী বক্তব্যে অধ্যক্ষ এস. এম. আকতার উদ্দিন চৌধুরী সকলকে ধন্যবাদ জানিয়ে একতা ও সৌহার্দ্যের বন্ধনে বাংলা নববর্ষ উদযাপনের আহ্বান জানান। শিক্ষার্থীদের অনুরোধে তিনি একক সংগীতও পরিবেশন করেন।
আয়োজিত প্রতিযোগিতাগুলোর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বলি খেলায়: ১ম – নাসির উদ্দিন (বাংলা ১ম বর্ষ), ২য় – কলিম উল্লাহ (বিএসএস ১ম বর্ষ)।
সুঁই-সুতা প্রতিযোগিতা: ১ম – নুরেজা (বিএমটি ২য় বর্ষ), ২য় – রুমি (রোভার স্কাউট, একাদশ), ৩য় – জোসনা আক্তার (বিএমটি ১ম বর্ষ)।
হাঁড়ি ভাঙা: অধ্যাপক নোমান কায়সার (ফিন্যান্স)।
বেলুন সংরক্ষণ: ১ম – অধ্যাপক ইয়াসমিন আক্তার (রাষ্ট্রবিজ্ঞান), ২য় – অধ্যাপক শাহীনা আক্তার (বাংলা), ৩য় – অধ্যাপক তাসনিয়া সুলতানা (হিসাববিজ্ঞান)।
স্টল প্রতিযোগিতা: ১ম – রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ২য় – রোভার স্কাউট গ্রুপের ‘ব্রাউন্সি’ স্টল, ৩য় – বিএমটি শাখা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন থিয়েটার স্টাডিজ বিভাগের প্রভাষক কে. এম. সানাউল হক। বর্ষবরণ কমিটিতে শিক্ষক সদস্য ছিলেন অধ্যাপক মেঘলা দেব (হিসাববিজ্ঞান বিভাগ), অধ্যাপক নাছির উদ্দিন (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ), অধ্যাপক নাছির উদ্দিন (অর্থনীতি বিভাগ), অধ্যাপক নির্মল কান্তি দে (ব্যবসায় ব্যবস্থাপনা ও প্রযুক্তি শাখা), অধ্যাপক অঞ্জন কুমার দে (পদার্থবিজ্ঞান বিভাগ), অধ্যাপক এহসান উদ্দিন (বাংলা বিভাগ), অধ্যাপক ইমরান হোসেন (থিয়েটার স্টাডিজ বিভাগ) এবং অধ্যাপক কে. এম. সানাউল হক (থিয়েটার স্টাডিজ বিভাগ)।
উৎসবে শিক্ষক-শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও ঐতিহ্যবাহী আয়োজন বাংলা সংস্কৃতিকে সম্মান জানানো এবং নতুন বছরের আগমনে আনন্দঘন পরিবেশ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক জেবুননেছা, সহযোগী অধ্যাপক আরিফুল ইসলাম, সহযোগী অধ্যাপক নুরুল ইসলাম, সহযোগী অধ্যাপক জুলফিকার আলী, সহযোগী অধ্যাপক মঈনুল হাসান পলাশ, সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক শহীদুল ইসলাম চৌধুরী, প্রভাষক জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা।