আব্দুস সালাম, টেকনাফ প্রতিনিধি;

টেকনাফের হ্নীলা ইউনিয়নের গহীন পাহাড় থেকে নিখোঁজের ১০ দিন পর মাহবুর রহমান (১৯) নামের এক টমটম (ইজিবাইক) চালকের অর্ধগলিত বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মাহবুর রহমান হ্নীলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হামজার ছড়ার উলুচামারির মৃত সৈয়দ হোসনের ছেলে।

স্থানীয় বাসিন্দা হুমায়ুন রশিদ জানান, ১০ দিন আগে মাহবুর রহমান তাঁর টমটমসহ নিখোঁজ হন। সোমবার দুপুরে কাঠ সংগ্রহ করতে যাওয়া লোকজন পাহাড়ে একটি বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তবে তাঁর টমটমটি এখনো খুঁজে পাওয়া যায়নি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, “স্থানীয়দের দেওয়া তথ্যে সোমবার দুপুর ২টার দিকে হ্নীলা উলুচামারির গহীন পাহাড় থেকে বস্তাবন্দি অর্ধগলিত একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি মাহবুর রহমানের বলে শনাক্ত করা হয়েছে।”

তিনি আরও জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।