উখিয়া প্রতিনিধি;

কক্সবাজারের উখিয়ায় প্রবেশপত্র না পাওয়ায় এসএসসির প্রথম পরীক্ষায় অংশ নিতে না পারা ১৩ শিক্ষার্থী অবশেষে আজ (মঙ্গলবার) পরীক্ষা দিতে পেরেছে। প্রবেশপত্র না দেওয়ার অভিযোগে হলদিয়াপালং আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. ইউনুসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম চৌধুরী জানান, প্রবেশপত্র জটিলতায় পড়া শিক্ষার্থীদের বিষয়ে তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তায় ব্যবস্থা নেওয়া হয়। এর পর মঙ্গলবার থেকে ১৩ শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার অনুমতি পায়।

রুমঁখা পালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন জানান, ভুক্তভোগী ১৩ শিক্ষার্থীর কাছে প্রবেশপত্র পৌঁছে দেওয়া হয়েছে। তারা পালং আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে পারছে।

গত বুধবার প্রথম দিনের পরীক্ষায় অংশ নিতে না পারায় শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষোভে বিদ্যালয়ের সামনে বিক্ষোভ করে এবং ভাঙচুরের চেষ্টা করেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রবেশপত্র চাইতে গেলে প্রধান শিক্ষক মো. ইউনুস তা দিতে পারেননি।