নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে চট্টগ্রাম সার্কিট হাউসে এক হৃদয়স্পর্শী আয়োজনে মিয়ানমার থেকে ফেরত আসা ২০ বাংলাদেশি নাগরিককে তাদের স্বজনদের জিম্মায় আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (১৫ এপ্রিল) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, ফেরতপ্রাপ্ত নাগরিকদের পরিবারের সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, যাচাইকৃত ২০ জন বাংলাদেশি নাগরিক গত ১৩ এপ্রিল বানৌজা সমুদ্র অভিযান নামের বাংলাদেশ নৌবাহিনীর জাহাজে মিয়ানমার থেকে যাত্রা শুরু করে ১৫ এপ্রিল চট্টগ্রামের বিএনএস ঈশা খান জেটিতে পৌঁছেন। সেখানে স্বাস্থ্য পরীক্ষা ও আনুষ্ঠানিকতা শেষে নৌবাহিনী তাঁদের পররাষ্ট্র মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করে।
পরে জেলা প্রশাসন ও পুলিশের যৌথ ব্যবস্থাপনায় তাঁদের চট্টগ্রাম সার্কিট হাউসে আনা হয়, যেখানে স্বজনদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও ওয়েলফেয়ার অনুবিভাগ এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ফেরতপ্রাপ্তদের নিয়মিত পর্যবেক্ষণের আওতায় রাখা হবে বলে জানানো হয়েছে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান বলেন, “এই প্রত্যাবাসন আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফল। এখনো যারা বিদেশে বিপদাপন্ন অবস্থায় রয়েছেন, তাঁদের নিরাপদে ফিরিয়ে আনতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে অবৈধ ও অননুমোদিত উপায়ে বিদেশ গমন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যারা দীর্ঘদিন পর ফিরে এসেছেন, তাঁদের অভিজ্ঞতা আমাদের জন্য সতর্কবার্তা।”
তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান, কেউ যেন অবৈধ পথে বিদেশে যাওয়ার চেষ্টা না করেন। বরং বৈধ, সঠিক এবং নিরাপদ প্রক্রিয়ার মাধ্যমে বিদেশ গমন নিশ্চিত করে নিজে ও পরিবারের নিরাপত্তা রক্ষা করা উচিত।