আব্দুস সালাম, টেকনাফ প্রতিনিধি;

মিয়ানমার থেকে চোরাইপথে বাংলাদেশে আসা মালিকবিহীন বাছুরসহ ১৭টি মহিষ টেকনাফের হোয়াইক্যং এলাকা থেকে জব্দ করেছে ৬৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জব্দকৃত এসব মহিষ গতকাল সোমবার (১৪ এপ্রিল) টেকনাফ সদর ইউনিয়নের পল্লানপাড়া প্রস্তাবিত সীমান্ত চৌকির এলাকায় নিলামে বিক্রি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ কাস্টমস শুল্ক বিভাগের শুল্ক কর্মকর্তা মো. সোহেল উদ্দিন।

তিনি জানান, গত শনিবার রাতে হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী বেড়িবাঁধ এলাকা দিয়ে নাফ নদী পেরিয়ে আসা পাঁচটি বাছুরসহ ১৭টি মহিষ ৬৪ বিজিবির টহল দল জব্দ করে। কোনো মালিক না পাওয়ায় মহিষগুলো টেকনাফ কাস্টমসে হস্তান্তর করা হয়।

টেকনাফ কাস্টমস গুদাম কর্মকর্তা মাসুদ আলম বলেন, রোববার প্রাথমিকভাবে নিলামের ডাক দেওয়া হয়। তখন বাজারমূল্য বিবেচনায় মহিষগুলোর দাম ধরা হয় ১৭ লাখ ৭০ হাজার টাকা। যদিও বিজিবি ২৫ লাখ ৯০ হাজার টাকা মূল্য নির্ধারণ করেছিল। কিন্তু নিলামে কাঙ্ক্ষিত মূল্য না ওঠায় তা বাতিল করা হয়।

পরে সোমবার (১৫ এপ্রিল) খোলা বাজারে দ্বিতীয়বারের মতো নিলামের আয়োজন করা হয়, যেখানে ৯৫ জন অংশ নেন। সর্বোচ্চ দরদাতা মেসার্স সাহেব এন্টারপ্রাইজ ৯ লাখ টাকা দর দেন। এর সঙ্গে ২৫ শতাংশ আয়কর ও ভ্যাট যুক্ত হয়ে মোট ১১ লাখ ২৫ হাজার টাকায় মহিষগুলো বিক্রি হয়।

এই নিলামে দ্বিতীয় স্থানে ছিল মেসার্স নাহিদ ট্রেডার্স (৮ লাখ ৯৫ হাজার টাকা) এবং তৃতীয় স্থানে ছিল মেসার্স আরেফিন ট্রেডিং (৮ লাখ ৯৪ হাজার টাকা)।

মেসার্স সাহেব এন্টারপ্রাইজের প্রোপাইটর মাহবুব আলম বলেন, “খোলা বাজারে ১৭টি মহিষের মধ্যে ৫টি বাছুর এবং ১২টি মাঝারি আকারের মহিষ রয়েছে। সবকিছু মিলিয়ে আয়কর ও ভ্যাটসহ মোট ১১ লাখ ২৫ হাজার টাকায় মহিষগুলো কেনা হয়েছে।”

শুল্ক কর্মকর্তা মো. সোহেল উদ্দিন জানান, নিলামে বিজয়ী সাহেব এন্টারপ্রাইজকে মহিষগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে।