আব্দুস সালাম,টেকনাফ :
টেকনাফ পৌরসভার বার্মিজ মার্কেটে আগুন লেগে দুটি দোকানের মালামাল পুড়ে গেছে।
মঙ্গলবার (১৫এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে দোকানের বিদ্যুৎ আইপিএস থেকে আগুনের এ ঘটনা ঘটে।
ব্যবসায়ীরা বলেন,মঙ্গলবার রাতে বার্মিজ মার্কেটে একটি বন্ধ দোকানের আইপিএস থেকে আগুনের সূত্রপাত হয়।খবর পেয়ে থানা-পুলিশ,ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বড় ধরনের দূর্ঘটনা থেকে আল্লাহ রক্ষা করেছেন।এই মার্কেটে কাপড়,জুতা-স্যান্ডেল, কসমেটিকস,কম্বল,আচার,মুঠোফোনসহ বিভিন্ন ধরনের পণ্যসামগ্রীর দোকানপাট ছিল।
টেকনাফ জুয়েলারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সজল ধর বলেন,দোকান বন্ধ করে আমার স্ত্রীসহ বাসায় যাওয়ার পথে হঠাৎ আমার দোকান কর্মচারী কল দেয়।বার্মিজ মার্কেটে আগুন ধরেছে।একজন লোকদিয়ে আমার স্ত্রীকে বাসায় পাঠিয়ে দিয়ে -ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।নিজে দৌড়ে এসে আমার স্বর্ণ কাঁটার বড় কাঁটার দিয়ে একটি থালা কেটে অপর একটি থালা রয়ে যায় কয়েকজন মিলে গ্রিল উপরে তুলে ঢুকে গ্যাসও পানি মেরে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি।সাথে সাথে ফায়ার সার্ভিসের টিমও এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।আমার পায়ে আঘাত পেয়েছি।
এব্যাপারে টেকনাফ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন,গত দুই বছর আগেও এই মার্কেটে আগুন লাগিয়ে দিয়ে সর্যন্ত্র করেছিল একটি প্রভাবশালী চক্র।আজকেও একটি দোকানের আইপিএস থেকে আগুন ধরেছে মর্মে প্রাথমিকভাবে জেনেছি।দুইটি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে।এবিষয়ে তদন্ত সাপেক্ষে জানা যাবে কিভাবে আগুন ধরেছে এবং কি পরিমাণ কয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে বার্মিজ মার্কেট ব্যবসায়ী সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস বলেন,কয়েক বছর আগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এ মার্কেটে।এবার মার্কেটের১৫০টি দোকানের দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে।বড় দূর্ঘটনা থেকে রক্ষা করেছেন।আগুন নেভাতে গিয়ে আহতও হয়েছেন কয়েকজন।