সিবিএন ডেস্ক:
মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৫) রাত ৮টায় কক্সবাজারের কলাতলী মোহাম্মদিয়া গেস্ট হাউসের সামনে চাঁদাবাজ ও জুয়াড়ি সিন্ডিকেটের নেতা জামাল ও ফয়সালের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই প্রধান সংগঠক খালিদ বিন সাঈদ ও সাঈদ স্বাধীনের উপর অতর্কিত হামলা চালানো হয়।

হামলার সময় আহতদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুরুতর আহত খালিদ ও সাঈদ স্বাধীন বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত সাঈদ স্বাধীন জানান, মাসখানেক আগে লিংক রোড সংলগ্ন ইন্টারন্যাশনাল এমিউজমেন্ট ক্লাবে একটি মেলায় জামাল-ফয়সাল সিন্ডিকেট জুয়া চালাতো। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে আন্দোলনকারীরা প্রশাসনের সহযোগিতায় সেই জুয়ার আসর বন্ধ করতে বাধ্য করে। সেই প্রতিশোধ নিতেই তাদের ওপর এই সন্ত্রাসী হামলা চালানো হয়।

উল্লেখ্য, খালিদ ও সাঈদ স্বাধীন ‘জুলাই আন্দোলনে’ কক্সবাজারে সামনের সারিতে নেতৃত্ব দেন এবং আওয়ামী লীগ কর্মীদের হামলায় পূর্বেও আহত হন। বর্তমানে তারা এনসিপি কক্সবাজার জেলা টিমের সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন।

চিকিৎসাধীন খালিদ জানান, হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত মামলা দায়ের করা হবে।

ঘটনার খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজার ও জাতীয় নাগরিক পার্টি কক্সবাজারের নেতৃবৃন্দ হাসপাতালে আহতদের পাশে রয়েছেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন।