সোয়েব সাঈদ, রামু :
সৌদি আরবের তাবুক শহরে গাড়িতে গ্যাস বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন কক্সবাজারের রামু উপজেলার দুই যুবক। মঙ্গলবার (১৫ এপ্রিল) বাংলাদেশ সময় রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এতে নিহতরা হলেন- রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পানিরছড়া গ্যারেজ থলিয়াঘোনা এলাকার শাহ আলমের ছেলে মোহাম্মদ শাকিল এবং একই ইউনিয়নের হামিরপাড়া ৫ নম্বর ওয়ার্ডের মোক্তার আহমদের ছেলে সিফাত।
প্রাপ্ত তথ্যে জানা গেছে- তাবুক শহরের একটি প্রাইভেটকারে গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে শাকিল ও সিফাতসহ আরও কয়েকজন নিহত হয়েছেন।
রশিদনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মালেক মাসুম দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন- এখনো তাদের মৃতদেহ কোথায় দাফন হবে তা নিয়ে সিদ্ধান্ত নেয়া হয়নি।
এদিকে পরিবারের সুখের আশায় সৌদি আরবে গিয়ে যুবক শাকিল ও সিফাতের মৃত্যতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারে চলছে স্বজনদের আহাজারি।