নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া:

চট্টগ্রামের লোহাগাড়ায় নির্মাণাধীন একটি ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুহাম্মদ রাকিব (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের উত্তর পাত্রিশা গ্রামের সাবেক মেম্বার লোকমানের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার সরই পুলাং পাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি দুই সন্তানের জনক।

স্থানীয় ইউপি সদস্য জানে আলম জানু মেম্বার বিষয়টি নিশ্চিত করে জানান, ভবনের ছাদে লোহার রড উপরে তোলার সময় অসাবধানতাবশত রডটি বৈদ্যুতিক মেইন লাইনের তারে লেগে গেলে রাকিব বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পরপরই নিহতের মরদেহ পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে নিয়ে যান।

লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার মো. জাহেদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নিহতের মরদেহ লামা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।