মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা প্রশাসনের নতুন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মোঃ শাহিদুল আলম (১৭৫৩৫) যোগদান করেছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন এর কাছে যোগদান পত্র দিয়ে তিনি নতুন কর্মস্থলে যোগ দেন। কক্সবাজার জেলা প্রশাসনের বিশ্বস্ত সুত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এরআগে গত ৮ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কক্সবাজারের নতুন এডিসি মোঃ শাহিদুল আলম সহ একই পদমর্যাদার বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১০জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলা প্রশাসনে অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন করা হয়। মোঃ শাহিদুল আলম কক্সবাজার জেলা প্রশাসনে যোগ দেওয়ার আগে বাংলাদেশ সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টরের একান্ত সচিব ছিলেন।