মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ রাখার অভিযোগে ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

লোহাগাড়ায় চিকিৎসক না হয়েও রোগী দেখায় ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশ: ১৭ এপ্রিল, ২০২৫ ০৮:৪৩ , আপডেট: ১৭ এপ্রিল, ২০২৫ ০৮:৪৪

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া:

চট্টগ্রামের লোহাগাড়ায় চিকিৎসক না হয়েও রোগী দেখে, ভর্তি রেখে চিকিৎসা প্রদান করায় এক ফার্মেসি মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত জিয়াউর রহমান উপজেলার পুটিবিলা এমচরহাট বাজারের ‘মা ফার্মেসি’র মালিক।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে লোহাগাড়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।

অভিযানে মা ফার্মেসি থেকে প্রচুর মেয়াদোত্তীর্ণ ওষুধ, মূল্যবিহীন ফিজিশিয়ান স্যাম্পল, ওটিসি বহির্ভূত ওষুধ এবং রোগী ভর্তি রেখে চিকিৎসা দেওয়ার বেড পাওয়া যায়। এ অপরাধে জিয়াউর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা এবং চিকিৎসা সেবার কক্ষটি সিলগালা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইশতিয়াকুর রহমান, পুটিবিলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, ঔষধ প্রশাসন, থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল জানান, “চিকিৎসকের অনুমোদন না থাকলেও রোগী দেখে ও ভর্তি রেখে চিকিৎসা দেওয়ায় এবং ওষুধ সংরক্ষণে বিধি লঙ্ঘন করায় জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”