নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, পর্যটন নগরী কক্সবাজারের সৌন্দর্য বৃদ্ধিতে মৎস্য অবতরণ কেন্দ্র ও পাইকারি মৎস্য বাজারকে আধুনিক, আকর্ষণীয় ও পর্যটনবান্ধব হিসেবে গড়ে তোলা হবে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে কক্সবাজারে জাইকার সহায়তায় বিএফডিসি বাস্তবায়নাধীন “মৎস্য অবতরণ কেন্দ্র ও পাইকারি মৎস্য বাজার আধুনিকায়ন প্রকল্প”-এর নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরিদা আখতার বলেন, “নির্মাণকাজ শেষ হলে এটি হবে কক্সবাজার জেলার একমাত্র স্বাস্থ্যসম্মত ও নিরাপদ মৎস্য অবতরণ কেন্দ্র।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএফডিসি চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সুরাইয়া আখতার জাহান।
এ সময় আরও বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত স্যাইদা শিনিচি, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. আব্দুর রউফ, জাইকা প্রধান ইচিগুচি টামোহাইদ ও অতিরিক্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জাইকা প্রতিনিধি, মৎস্যজীবী, ব্যবসায়ী ও ফিশিং বোট মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাঁকখালী নদীর পশ্চিম তীরে ৩.৭০ একর জমিতে গড়ে তোলা হচ্ছে এই অবতরণ কেন্দ্র ও পাইকারি বাজার। এটি নির্মাণের উদ্দেশ্য হলো—সামুদ্রিক মাছ স্বাস্থ্যসম্মত উপায়ে অবতরণ, অবতরণোত্তর অপচয় হ্রাস এবং সুষ্ঠু বিপণন নিশ্চিত করা।
প্রকল্পটির ব্যয় নির্ধারণ করা হয়েছে ২৩২ কোটি টাকা, যা শেষ হবে ২০২৭ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে।