নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার জেলার প্রথম সরকার নিবন্ধিত ট্যুর অপারেটর হিসেবে রেজিষ্ট্রেশন সার্টিফিকেট পেয়েছে ইউনিভার্সেল ট্যুরিজম এন্ড ট্রাভেলস।
সে হিসেবে কক্সবাজারের প্রথম সরকার নিবন্ধিত ট্যুর অপারেটর প্রতিষ্ঠান এবং প্রথম আইএটিএ নিবন্ধিত অনলাইন ট্রাভেল এজেন্সি ইউনিভার্সেল ট্যুরিজম এন্ড ট্রাভেলস।

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, ইউনিভার্সেল ট্যুরিজম এন্ড ট্রাভেলস
এই স্বীকৃতি পাওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম রেজাউল করিম রেজা।
সেই সঙ্গে পর্যটন ও ভ্রমণ সংশ্লিষ্ট দেশি ও বিদেশী যাবতীয় সেবা গ্রহণের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।