নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মহেশখালী পৌর শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (কক্সবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত) রমেন মণ্ডল স্বাক্ষরিত চিঠির ভিত্তিতে এবং চিঠিতে উল্লিখিত কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের নির্দেশে এই কমিটি অনুমোদিত হয়।

গত ১ মার্চ ২০২৫ তারিখে জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উদয় শংকর পাল মিঠু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সাংবাদিক দীপক শর্মা দীপু মহেশখালী পৌর শাখার সম্মেলন ও কাউন্সিল অধিবেশন সম্পন্ন করেন। ওই অধিবেশনে সর্বসম্মতিক্রমে রূপন দে সভাপতি এবং সমির দে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

পরবর্তীতে ১৭ এপ্রিল ২০২৫ তারিখে মহেশখালী পৌর পূজা উদযাপন পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি উদয় শংকর পাল মিঠু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক দীপক শর্মা দীপু।

ভারপ্রাপ্ত সভাপতি উদয় শংকর পাল মিঠু বলেন, পূজা উদযাপন পরিষদ একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন, যা নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক নিয়মে পরিচালিত হয়। এখানে রাজনৈতিক প্রভাব বা চাপের কোনো স্থান নেই। তিনি পূজা উদযাপন পরিষদের কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন এবং একইসাথে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।