সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজারে রাখাইন সম্প্রদায়ের মাহা সাংগ্রেং পোয়ে বা জলকেলি উৎসবে পাঁচ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক সংসদ কক্সবাজার (সসক)। সংগঠনটি হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সসকের সভাপতি এম. এ আজিজ রাসেল ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত উদ্বেগজনক। তারা বলেন, এ ঘটনা স্বাধীনভাবে সাংবাদিকতার পরিবেশকে বিনষ্ট করছে। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, বারবার এ ধরনের হামলা হলেও দোষীদের শাস্তি না হওয়ায় এটি যেন এক ধরণের সংস্কৃতিতে পরিণত হয়েছে। যা গণতন্ত্র ও স্বাধীন মত প্রকাশের জন্য হুমকিস্বরূপ এবং জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে কক্সবাজার শহরের বৌদ্ধমন্দির সড়কের পাশে কেয়াং পাড়া কেন্দ্রে সংবাদ সংগ্রহে ব্যস্ত ছিলেন কয়েকজন সংবাদকর্মী। এ সময় কিছু উচ্ছৃঙ্খল রাখাইন যুবক সংবাদ কাভার করতে বাধা দেন এবং পরবর্তীতে অতর্কিতভাবে হামলা চালান।