সিবিএন ডেস্ক ;
কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট থেকে অভিযান চালিয়ে ১২ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে জেলা প্রশাসন। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে তাদের আটক করা হয় এবং পরবর্তীতে নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাফিজ ইনতেসার নাফি।
তিনি জানান, “আটককৃতরা কক্সবাজারে ঘুরতে এসেছিল। সৈকতে অবস্থানের খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে ১২ জনকে আটক করি। পরে ক্যাম্প ইনচার্জদের সঙ্গে যোগাযোগ করে তাদের ফেরত পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, “রোহিঙ্গারা যাতে সৈকতে প্রবেশ করতে না পারে, সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি চলছে।”