নিজস্ব প্রতিবেদক :
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ শ্রেষ্ঠ রোভার স্কাউট গ্রুপ হিসেবে নির্বাচিত “কক্সবাজার সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপ” এর আয়োজনে আজ শনিবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত হলো দিনব্যাপী ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান ২০২৫।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোভার স্কাউট লিডার ও সহকারী কমিশনার, বাংলাদেশ স্কাউট কক্সবাজার জেলা রোভার প্রভাষক জাহাঙ্গীর আলম। সঞ্চালনায় ছিলেন সিনিয়র রোভার মেট দুর্জয় রুদ্র।
প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ও রোভার স্কাউট গ্রুপের সভাপতি প্রফেসর এসএম আকতার উদ্দিন চৌধুরী। বিশেষ স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট কক্সবাজার জেলা রোভার কমিশনার ও কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক সহযোগী অধ্যাপক এহছানুল হক হেলালী এবং জেলা রোভার সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদ।
অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর এসএম আকতার উদ্দিন চৌধুরী তার বক্তব্যে রোভারদের আদর্শিক ও নেতৃত্বমূলক ভূমিকাকে তুলে ধরেন এবং ভবিষ্যতে দেশ গঠনে রোভারদের আরও গুরুত্বপূর্ণ অবদান রাখার আহ্বান জানান।
কমিশনার এহছানুল হক হেলালী বলেন, “কক্সবাজার সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপ কক্সবাজার জেলার অন্যতম সেরা রোভার দল। তাদের কর্মকাণ্ড এখন কেন্দ্র পর্যন্ত প্রশংসিত হচ্ছে।”
জেলা সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, “বাংলাদেশ স্কাউটস, কক্সবাজার জেলার সকল প্রোগ্রামে সিটি কলেজ রোভারদের অগ্রাধিকার থাকবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রফেসর গোপাল কৃষ্ণ দাশ, সহযোগী অধ্যাপক জেবুননেছা, আরএসএল প্রভাষক জান্নাতুল কেয়া মনি এবং উরিয়া মুক্ত রোভার গ্রুপের সম্পাদক রবিউল হাসান শিমুল। আরো উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক জুলফিকার আলী, সহকারী অধ্যাপক নুরুল হুদা।
অনুষ্ঠানের শুরু হয় বিপি পিটির মাধ্যমে। এরপর পতাকা উত্তোলন, প্রার্থনা সঙ্গীত, লিখিত পরীক্ষা, বনকলা, হাইকিংসহ নানান কার্যক্রম সম্পন্ন হয়। দুপুরের বিরতিতে ছিল ভোজন আয়োজন।
লাঞ্চ পরবর্তী সময়ে ১৭ জন রোভার ও ১০ জন গার্ল-ইন-রোভারকে দীক্ষা প্রদান করা হয়। দীক্ষা শপথ পরিচালনা করেন এহছানুল হক হেলালী এবং আরএসএল জেবুননেছা।
অনুষ্ঠানের শেষাংশে আলোচনা সভা, দীক্ষাপ্রাপ্ত রোভারদের মাঝে সার্টিফিকেট বিতরণ এবং অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।