আব্দুস সালাম, টেকনাফ প্রতিনিধি :

“আপনার পুলিশ আপনার পাশে—তথ্য দিন, সেবা নিন” এই স্লোগানে টেকনাফ মডেল থানা পুলিশের উদ্যোগে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় টেকনাফ থানা প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। সঞ্চালনায় ছিলেন পরিদর্শক (তদন্ত) হিমেল রায়।

উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. হাসান সিদ্দিকী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিক উল্লাহ, পৌর বিএনপি সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, সাবেক মেয়র মো. ইসমাইল, সদর ইউনিয়ন চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ, হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী, টেকনাফ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফরহাদ আমিন, ছাত্র প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা টেকনাফের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক নিরাপত্তা ও নানা সমস্যা নিয়ে মতামত তুলে ধরেন এবং পুলিশ প্রশাসনের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সভাপতির বক্তব্যে ওসি গিয়াস উদ্দিন বলেন, “পুলিশ জনগণের শত্রু নয়, বরং বন্ধু। সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন, আমরা সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত।” তিনি আরও বলেন, “মাদক বা অন্য কোনো অপরাধের সঙ্গে আপস নেই। মাদক ব্যবসায়ী, অনলাইন জুয়াড়ি বা অপরাধীদের সম্পর্কে তথ্য দিন, পুলিশ ব্যবস্থা নেবে।”

অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্ব, ছাত্র প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এটি প্রাণবন্ত হয়ে ওঠে। সকলেই এ ধরনের উন্মুক্ত মতবিনিময়ের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।