জুনিয়র ইনস্ট্রাক্টরদের প্রমোশন, পদবি পরিবর্তনসহ ছয় দফা দাবিতে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন—আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট ঘোষণা না এলে তারা ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করবেন।

রোববার (২০ এপ্রিল) রাজধানীর শেরে বাংলা নগরে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে অনুষ্ঠিত এক মহাসমাবেশে এই ঘোষণা দেওয়া হয়। সকাল থেকেই দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে সেখানে জড়ো হন।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে থাকা ‘ক্রাফট ইনস্ট্রাক্টর’দের প্রমোশন সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল, পদবি পরিবর্তন এবং সংশ্লিষ্টদের চাকরিচ্যুতি চেয়ে তারা আন্দোলন করছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

সমাবেশে বক্তারা বলেন, তারা আট মাস ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে গেলেও কোনো আশ্বাস বা সমাধান আসেনি। বরং শিক্ষার্থীদের রাস্তায় নামতে বাধ্য করা হয়েছে বলে দাবি করেন তারা।

সমাবেশে কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানানো হয়। বক্তারা বলেন, তারা যানজট বা জনদুর্ভোগ চান না, তবে দাবি পূরণ না হলে রাজপথে কঠোর কর্মসূচি চালিয়ে যাবেন। ৪৮ ঘণ্টার মধ্যে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ না এলে সারা দেশ থেকে ঢাকায় লং মার্চ হবে বলে হুঁশিয়ারি দেন তারা।