মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আনোয়ারুল আজিম জোসেফ (৭৮) আর নেই। রবিবার (২০ এপ্রিল) সকাল ৭টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কক্সবাজার কমিউনিটি এয়ালায়েন্স ঢাকা’র প্রধান নির্বাহী মোহিব্বুল মোক্তাদির তানিম এ তথ্য জানিয়েছেন।
আনোয়ারুল আজিম জোসেফ কক্সবাজার শহরের হাঙ্গরপাড়ার মাঝেরঘাটের প্রখ্যাত চিকিৎসক মরহুম ডা. আজিম উদ্দিন আহমদ ও মাছউদা বেগমের জ্যেষ্ঠ পুত্র। আনোয়ারুল আজিম জোসেফ ১৯৪৭ সালের ১১ জুন জন্মগ্রহণ করেন। তিনি কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬২ সালে এসএসসি এবং চট্টগ্রাম কলেজ থেকে ১৯৬৪ সালে কৃতিত্বের সাথে এইচএসসি পাস করেন। ১৯৭১ সালে তিনি পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। অত্যন্ত সজ্জন, প্রাজ্ঞ ব্যক্তিত্ব আনোয়ারুল আজিম জোসেফ আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর প্রাক্তন প্রকল্প পরিচালক ছিলেন। এছাড়া, দীর্ঘ কর্মজীবনে তিনি আশা, অক্সফাম, অক্সফোর্ড, গ্রেট ব্রিটেনসহ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোর সঙ্গে দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করেছেন।
অসাধারণ প্রতিভাসম্পন্ন আনোয়ারুল আজিম জোসেফ মৃত্যুকালে এক পুত্র, এক কন্যা সন্তান, স্ত্রী সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
জানাজা :
মরহুম আনোয়ারুল আজিম জোসেফের প্রথম নামাজে জানাজা চট্টগ্রাম শহরের কাতালগঞ্জে এবং দ্বিতীয় নামাজে জানাজা রোববার (২০ এপ্রিল) এশারের নামাজের পর হাঙ্গরপাড়ার (উত্তর টেকপাড়া) মাঝেরঘাট জামে মসজিদে অনুষ্ঠিত হবে বলে মরহুমের কনিষ্ঠ ভাই আরমানুল আজিম আরমান জানিয়েছেন।
কক্সবাজার প্রেসক্লাবের শোক :
কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আনোয়ারুল আজিম জোসেফের মৃত্যুতে কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান ও সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় প্রেসক্লাব নেতৃদ্বয় ১৯৭৫ সালে কক্সবাজার প্রেসক্লাব প্রতিষ্ঠায় মরহুমের অবদানের কথা উল্লেখ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
কসউবি প্রাক্তন ছাত্র পরিষদ :
কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৬২ ব্যাচের কৃতি শিক্ষার্থী আনোয়ারুল আজিম জোসেফের মৃত্যুতে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ একজন মেধাবী কসউবিয়ানকে হারালো বলে উল্লেখ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।