সিবিএন ডেস্ক;

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে থানা পুলিশের অভিযানে ব্যাটারিচালিত একটি তিনচাকার মিশুক অটোরিকশাসহ এক চোরকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনাটি ঘটে ১৯ এপ্রিল রাত ১১টার দিকে খুটাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাগলীরবিল সাতঘর পাড়া এলাকায়। স্থানীয়দের সহায়তায় চোরকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, চকরিয়া থানার একটি টহল টিম ওই রাতে পাগলীরবিল ব্রিজ সংলগ্ন সাতঘর পাড়া জামে মসজিদের সামনে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন অবস্থায় একটি তিনচাকার ব্যাটারিচালিত মিশুক অটোরিকশা জব্দ করা হয়। অটোরিকশাটির পেছনে লেখা ছিল “খাজা গরীবে নেওয়াজ, বিভাটেক, PORAG”।

পুলিশ ঘটনাস্থল থেকে মো. পারভেজ আলম (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করে। তিনি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার রঘুরামপুর গ্রামের বাসিন্দা; পিতা মো. বাবুল হোসেন পাটোয়ারী ও মাতা মোছা. পারভীন বেগম।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।