সিবিএন ডেস্ক ;

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের মাছকারিয়া বিলে প্রায় ৩ হাজার একর জমির পাকা আমন ধান পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে।

শুক্রবার রাতের টানা বৃষ্টিতে কুতুপালং-লম্বাশিয়া এলাকার বিস্তীর্ণ পাহাড় থেকে নেমে আসা ঢলের পানি নিম্নাঞ্চল প্লাবিত করে। এতে মাছকারিয়া এলাকার প্রায় ৩ হাজার একর জমির ধান পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে।

স্থানীয় কৃষকরা জানান, পাকা আমন ধান কাটা শুরুর প্রস্তুতি চলছিল। কিন্তু হঠাৎ বৃষ্টির কারণে পাহাড়ি ঢল নেমে আসে, যা অনেকটা বন্যার রূপ নেয়।

রোববার সরেজমিনে ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, পাশের খালটি রোহিঙ্গা বসতির বর্জ্যে ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যাহত হয়। ফলে জমিতে পানি আটকে গিয়ে পাকা ধান ডুবে যায়।

ক্ষতিগ্রস্ত চাষি গফুর বলেন, “আমি এবার ২০ কানি জমিতে আমন চাষ করেছি। ফলনও ভালো হয়েছিল। কিন্তু শুক্রবার রাতের বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্প থেকে পানি ও বর্জ্য এসে মাছকারিয়ার ধানখেতে ঢুকে পড়ে। খালটি বর্জ্যে ভরাট থাকায় পানি বের হতে পারেনি।”

সাবেক উপজেলা চেয়ারম্যান সরোয়ার জাহান চৌধুরী জানান, তিনি ইউএনওর সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। তিনি আরও বলেন, “ইতোমধ্যে পানি নিষ্কাশনের ব্যবস্থা ত্বরান্বিত করতে ইউএনও দুই লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। এছাড়া পাকা ধান দ্রুত সংগ্রহে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।”

ইউপি সদস্য আবদুল হক বলেন, “রোহিঙ্গা কেন্দ্রিক কিছু এনজিও খাল সংস্কারের নামে যেভাবে কাজ করেছে, তা আসলে অপসংস্কার—এর ফলেই এই বিপর্যয় ঘটেছে।”