প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, একসময়ের প্রথিতযশা সাংবাদিক আনোয়ারুল আজিম জোসেফ মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার (জেইউসি) এর আহবায়ক কমিটির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
ইউনিয়নের আহবায়ক ও কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বদিউল আলম, সদস্য মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, এম আর মাহবুব, হাসানুর রশিদ ও মোহাম্মদ হাশিম এক যৌথ শোকবার্তায় স্বাধীনতা উত্তর কক্সবাজারে সাংবাদিকতার বিকাশে এবং কক্সবাজার প্রেসক্লাব প্রতিষ্ঠায় মরহুম আনোয়ারুল আজিম জোসেফ এর গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে বলেন, তাঁর মৃত্যুতে কক্সবাজারবাসী একজন মেধাবী ও দূরদর্শী মানুষকে হারাল। যা সহজে পূরণ হবার নয়। সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
প্রসঙ্গত, কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, এককালের প্রথিতযশা সাংবাদিক আনোয়ারুল আজিম জোসেফ (৭৮) রবিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।রোববার (২০ এপ্রিল) চট্টগ্রাম শহরের কাতালগঞ্জে মরহুমের প্রথম নামাজে জানাজা এবং মরহুমের পরিবারের প্রতিষ্ঠিত কক্সবাজার শহরের হাঙ্গরপাড়ার (উত্তর পূর্ব টেকপাড়া) মাঝেরঘাট জামে মসজিদে একইদিন এশারের নামাজের পর দ্বিতীয় বিশাল নামাজে জানাজা শেষে মাসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে মাতা পিতার কবরের পাশে আনোয়ারুল আজিম জোসেফকে চিরনিদ্রায় শায়িত করা হয়।