মো. ফারুক, পেকুয়া প্রতিনিধি;
কক্সবাজারের পেকুয়ায় পাচারের সময় তিনটি পিকআপভর্তি মাছ জব্দ করেছে পুলিশ।
সোমবার ভোরে উপজেলার কলেজ গেইট চৌমুহনী স্টেশন এলাকায় পেকুয়া থানা পুলিশের একটি টিম গাড়িসহ মাছগুলো জব্দ করে।
পরে একইদিন সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাঈনুল হোসেন চৌধুরীর কার্যালয়ে মাছগুলো নিলামে তোলা হয়। নিলামে সর্বোচ্চ দরদাতা ইমরান ৪ লাখ টাকায় মাছগুলো কিনে নেন।
জানা গেছে, সাগরে মাছ ধরার ওপর সরকারের নিষেধাজ্ঞা চলমান রয়েছে। কিন্তু ওই নিষেধাজ্ঞা অমান্য করে একটি সিন্ডিকেট গভীর রাতে মগনামা জেটিঘাট থেকে পিকআপে করে মাছ পাচার করে আসছিল।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাঈনুল হোসেন চৌধুরী বলেন, “জব্দ করা মাছ ৪ লাখ টাকায় নিলামে দেওয়া হয়েছে। তবে মানবিক বিবেচনায় ২ লাখ টাকা মাছের মালিককে দেওয়া হয়েছে, আর বাকি টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।”
তিনি আরও বলেন, “সাগরে ৬৫ দিনের জন্য সব ধরনের মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। তারপরও কিছু অসাধু ব্যবসায়ী প্রশাসনকে ফাঁকি দিয়ে পাচারে জড়িত রয়েছে। ভবিষ্যতে যারা এ ধরনের কাজে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”