আব্দুস সালাম, টেকনাফ প্রতিনিধি;

টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়েছে ৫ ফুট লম্বা ও ৩৮ কেজি ১৫০ গ্রাম ওজনের একটি বিশাল কোরাল মাছ। রবিবার সন্ধ্যায় ট্রানজিট জেটিঘাট এলাকায় মাছটি বড়শিতে উঠে আসে। পরে স্থানীয় এক ব্যবসায়ী মাছটি ৪৭ হাজার টাকায় কিনে নেন।

টেকনাফ কায়ুকখালী খালের বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার বাসিন্দা নুর কবির বড়শিতে মাছটি ধরেছেন। তিনি জানান, রবিবার বিকেলে বড়শি ফেলেও কোনো মাছ পাননি। বাড়ি ফেরার আগমুহূর্তে আবার বড়শি ফেলতেই হঠাৎ বড় একটি কোরাল মাছ ধরা পড়ে। জেটিতে মাছটি তোলার পর স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা ভিড় করে একনজর দেখার জন্য।

টেকনাফ বাসস্টেশন মাছ বাজারের সভাপতি মোহাম্মদ তাহের জানান, রাতে নুর কবির মাছটি বাজারে নিয়ে আসেন এবং ৪৭ হাজার টাকা দাম হাঁকেন। পরে টেকনাফ পৌরসভার পুরোনো পল্লানপাড়ার মাছ ব্যবসায়ী মো. ইউসুফের ছেলে আমির হামজা ওই দামেই মাছটি কিনে নেন।

ব্যবসায়ী আমির হামজা জানান, তিনি মাছটি প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা দরে সোমবার বাজারে বিক্রি করবেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, “বর্তমানে সাগরে ৫৮ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে, তবে নাফ নদী এই নিষেধাজ্ঞার আওতায় নয়। মিয়ানমারের আরাকান আর্মির তৎপরতার কারণে অনেক জেলে জাল নিয়ে নদীতে যেতে পারছেন না, তাই বড়শির মাধ্যমে মাছ ধরছেন। নাফ নদীতে এখন প্রায়ই কোরাল মাছ ধরা পড়ছে এবং এখানকার কোরালের স্বাদও অনেক ভালো।”