ডেস্ক নিউজ:
সাবেক ডিজিএফআই প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হামিদুল হক, তার স্ত্রী নূছরাত জাহান মুক্তাসহ পাঁচজনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
সোমবার (২১ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক আজিজুল হক ও সহকারী পরিচালক রাকিবুল হায়াতের পৃথক দুটি আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
নিষেধাজ্ঞাপ্রাপ্ত বাকি তিনজন হলেন—ক্যান্টনমেন্ট থানার যুবলীগ নেতা আব্বাস উদ্দিন, তার স্ত্রী মোসা. নুরুন নাহার এবং নাজিম উদ্দিন ভূঁইয়া।
হামিদুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে আবেদনে উল্লেখ করা হয়, তারা ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ বিষয়ে অনুসন্ধান চলছে এবং বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তারা দেশ ছেড়ে বিদেশে পলায়নের চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন নিষিদ্ধ করা প্রয়োজন।
অন্যদিকে যুবলীগ নেতা আব্বাস উদ্দিন, তার স্ত্রী ও নাজিম উদ্দিন ভূঁইয়ার বিদেশ গমন ঠেকাতে দেওয়া আবেদনে বলা হয়, তারা সাবেক তথ্য প্রতিমন্ত্রী মো. এ আরাফাতের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং চাঁদাবাজি, জমি দখল ও মাদক ব্যবসার মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক অনুসন্ধান চালাচ্ছে। এদের বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।
আদালতের নির্দেশনার ফলে অভিযুক্ত ব্যক্তিদের আপাতত দেশের বাইরে যাওয়ার সুযোগ আর থাকছে না।