চলতি এসএসসি পরীক্ষার গণিত বিষয়ের ফল খারাপ হওয়ায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার একটি পরীক্ষাকেন্দ্রে ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার রামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, পরীক্ষা শেষে হঠাৎ কিছু পরীক্ষার্থী কেন্দ্রে হট্টগোল শুরু করে। একপর্যায়ে তারা জানালার কাঁচ ও বেঞ্চ ভাঙচুর করে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরবর্তীতে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. কবির হোসেন সরকার জানান, পাশের রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত পরীক্ষা শেষে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে জানালার কাঁচ ও বেঞ্চ ভাঙচুর করে। তবে কেউ আহত হয়নি।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, “ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পাঠানো হয়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। যারা ভাঙচুর করেছে তাদের শনাক্ত করে অভিভাবকদের ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”
পুলিশ ও প্রশাসনের তৎপরতায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।