রামু প্রতিনিধি;
রামু সরকারি কলেজে নতুন অধ্যক্ষের যোগদান উপলক্ষে এক বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
২১ এপ্রিল (রবিবার) সকাল ১০টায় কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মো. হাসানুল ইসলাম আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এসময় বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুপ্রতিম বড়ুয়া তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
নবাগত অধ্যক্ষকে বরণ ও বিদায়ী অধ্যক্ষকে আনুষ্ঠানিক বিদায় জানিয়ে কলেজের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন প্রভাষক কিশোর পাল, আ.ম.ম. জহির, মানসী বড়ুয়া, দিবস বৈদ্য এবং বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের একমাত্র জীবিত দাতা সদস্য নজির আহাম্মদ কোম্পানী, দাতা সদস্য রমিজ আহাম্মদের প্রতিনিধি আক্তারুল আলম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রামু উপজেলা সভাপতি মাস্টার মোহাম্মদ আলম, জ্যোতিসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া এবং দাতা সদস্য ছৈয়দ আলম সওদাগরের প্রতিনিধি নুরুল আলম।
রামু সরকারি কলেজের শিক্ষক ইজ্জত উল্লাহ ও ইসরাত জাহান দুলালীর সঞ্চালনায় এবং বিদায়ী অধ্যক্ষ সুপ্রতিম বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। নবাগত অধ্যক্ষকে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে বিদায়ী অধ্যক্ষ সুপ্রতিম বড়ুয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদায় দেওয়া হয় এবং আগত সকল অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় কলেজের শিক্ষক-শিক্ষিকা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।