সিবিএন ডেস্ক ;

রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে কক্সবাজারে এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের লোহারমহল গ্রামের ৬ তরুণ। তাদের সবার মোবাইল ফোন বন্ধ রয়েছে।

নিখোঁজরা হলেন— মৃত লুকুছ মিয়ার ছেলে রশিদ আহমদ (২০), ফারুক আহমদের ছেলে মারুফ আহমদ (১৮), আজির উদ্দিনের ছেলে শাহিন আহমদ (২১), মৃত দুরাই মিয়ার ছেলে এমাদ উদ্দিন (২২), ইউপি সদস্য ছফর উদ্দিনের ছেলে খালেদ আহমদ (১৯) ও মৃত সরবদির ছেলে আব্দুল জলিল (৪০)।

পরিবারের সদস্যরা জানান, গত ১৫ এপ্রিল তারা কাজের উদ্দেশে কক্সবাজারে যান। ১৬ এপ্রিল পর্যন্ত পরিবারের সঙ্গে যোগাযোগ থাকলেও এরপর থেকে তাদের সবার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

ইউপি সদস্য ছফর উদ্দিন বলেন, “গত পাঁচ দিন ধরে তাদের কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। বিষয়টি থানায় জানানো হয়েছে এবং গ্রামের কয়েকজন কক্সবাজারে গিয়ে খোঁজ নিচ্ছেন।”

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্সী বলেন, “নিখোঁজ তরুণদের অভিভাবকদের সঙ্গে কথা হয়েছে। তারা আগেও কক্সবাজারে গিয়ে কাজ করেছেন। খোঁজ-খবর নেওয়া হচ্ছে। তাদেরকে সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।”