হাইকোর্টে শুনানি গ্রহণের জন্য প্রস্তুত নথি, প্রধান বিচারপতির অগ্রাধিকার নির্দেশ

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানির জন্য আগামী বুধবার (২৩ এপ্রিল) দিন ধার্য করেছেন হাইকোর্ট।

সোমবার (২১ এপ্রিল) হাইকোর্টের কার্যতালিকায় এ তথ্য প্রকাশ করা হয়।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নির্দেশনায় মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির জন্য বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে পাঠানো হয়েছে।

২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শ্যামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। ঘটনার সময় তিনি ছিলেন নিরস্ত্র।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ১৯৮৪ সালের ২৬ জুলাই জন্ম নেওয়া মেজর সিনহা বাংলাদেশ সেনাবাহিনীতে ২০০৩ সালের ২১ জুলাই ৫১তম বিএমএ লং কোর্সে যোগ দেন এবং ২০০৪ সালের ২২ ডিসেম্বর কমিশন লাভ করেন।

তিনি ছিলেন একজন দক্ষ, উদ্ভাবনী ও চৌকস সেনা কর্মকর্তা। চাকরি জীবনে এসএসএফ-এ কর্মরত থাকার পাশাপাশি ২০১৩ সালে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আইভোরি কোস্টে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

মেজর সিনহার স্মরণে নির্মিত ফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, মেজর সিনহার মা ও বোন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‍্যাবের উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।