আবুল কাশেম, রামু প্রতিনিধি;

চোরাচালান প্রতিরোধে সবাইকে সচেতন ও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিনি রামু উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

জেলা প্রশাসক বলেন, “চোরাচালান বন্ধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন হতে হবে। গত বছরের শেষ ভাগ থেকে এ অঞ্চলে সহিংসতা কমে এসেছে, এখন আইনশৃঙ্খলা পরিস্থিতিও অনেকটাই সহনীয় ও স্থিতিশীল।”

পরিদর্শনকালে তিনি রামু থানা, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ, সদর ইউনিয়ন ভূমি অফিস, ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, গর্জনিয়া বাজার, গর্জনিয়া পুলিশ ফাঁড়ি, উপজেলা ভূমি অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

পরে বিকেএসপি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) টেকনিক্যাল সেন্টার স্থাপনের জন্য প্রস্তাবিত স্থানও পরিদর্শন করেন জেলা প্রশাসক।