সিবিএন ডেস্ক ;

চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের বায়তুশ শরফ রোডের মিয়াজি পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় সাত লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত বাড়িগুলো মিয়াজি পাড়ার বাসিন্দা জামাল উদ্দিন, হেফাজ উদ্দিন ভুট্টো ও বেলাল উদ্দিনের। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে সড়কে যানজটে কিছুটা বিলম্ব হয়, ততক্ষণে আগুনে তিনটি বাড়ি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। তবে স্থানীয়দের তৎপরতা ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আশপাশের অন্যান্য বাড়িঘর রক্ষা পেয়েছে।

খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুর রহমান। এ সময় চকরিয়া পৌরসভা জামায়াতের আমির আরিফুল কবির, সেক্রেটারি কুতুবউদ্দিন হেলালী, ৮নং ওয়ার্ডের আমির ছৈয়দ আলমসহ জামায়াতের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।