সিবিএন ডেস্ক:
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৫: বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি স্কুল ও কলেজের জন্য সংশোধিত এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) নীতিমালা ও জনবল কাঠামো সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে। এই পরিপত্রে শ্রেণি শাখা, শিফট খোলা, শিক্ষার্থী সংখ্যা এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে নতুন নির্দেশনা প্রদান করা হয়েছে।
সংশোধিত নীতিমালার মূল দিকনির্দেশনা:
শ্রেণি শাখা ও শিক্ষার্থী সংখ্যা: প্রতিটি একক শ্রেণিতে শিক্ষার্থী সংখ্যা সাধারণত ৫৫ জন নির্ধারণ করা হয়েছে।
একটি শ্রেণিতে সর্বোচ্চ ৩টি শাখা থাকতে পারবে—মূল শাখা ১টি এবং অতিরিক্ত ২টি। এই শাখাগুলোর বাইরে কোনো শিক্ষক এমপিওভুক্ত করা যাবে না।
শিফট খোলার শর্ত:
শুধুমাত্র মাধ্যমিক পর্যায়ে শিফট খোলা যাবে, তবে এর জন্য প্রশাসনিক ও অবকাঠামোগত শর্ত পূরণ করতে হবে।
প্রতি শ্রেণিতে অতিরিক্ত দুটি শাখার জন্য শিক্ষার্থী সংখ্যা ন্যূনতম ১,৩৭৫ জন (৮২৫ + ২৭৫ + ২৭৫) হতে হবে।
নিয়োগ সংক্রান্ত নির্দেশনা:
প্যাটার্নভুক্ত পদে নিয়োগ বোঝাবে শিক্ষা মন্ত্রণালয়ের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসারে শূন্যপদে নিয়োগ।
উদ্বৃত্ত পদ হিসেবে গণ্য হবে সেই পদ, যা পূর্বে এমপিওভুক্ত ছিল কিন্তু নতুন নীতিমালার কারণে বিলুপ্ত হয়েছে। তবে, উক্ত পদে কর্মরত ব্যক্তির চাকরি সমাপ্ত হলে পদটি বিলুপ্ত হবে। এছাড়া, ২০১৬ সালের ৩১ ডিসেম্বরের আগে নন-এমপিও শূন্যপদে বিধিমোতাবেক নিয়োগপ্রাপ্তদেরও উদ্বৃত্ত হিসেবে গণ্য করা হবে, তবে এক্ষেত্রে ব্যানবেইসের ডাটাবেসে নিরবচ্ছিন্ন তথ্য যাচাই প্রক্রিয়ায় থাকতে হবে।
এই সংশোধিত নীতিমালা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। নতুন নিয়মাবলী অনুসরণ করে প্রতিষ্ঠানগুলোকে তাদের কার্যক্রম পরিচালনা করতে হবে।
পরিপত্রের বিস্তারিত তথ্য শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।