মহেশখালী সংবাদদাতা ;

কক্সবাজার জেলার মহেশখালীতে মামার হাতে ভাগিনা খুন হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত মোহাম্মদ কাছিম (৩০) মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের মনচুরপাড়া এলাকার মৃত নুরুল আলমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার তদন্ত কর্মকর্তা (ওসি) প্রতুল কুমার শীল।

ঘটনাটি ঘটেছে বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে মনচুরপাড়া এলাকার নিহতের নিজ বাড়িতে। জানা গেছে, নিহত কাছিম পেশায় একজন জেলে ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাছিমের মামা গফুর মিয়ার সঙ্গে তাজিয়াকাটা ফিশিং বোটে তার ছেলেদের না নেওয়াকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি হয়। এই নিয়ে কাছিমের বাড়ির উঠানে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়, যা এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। যদিও তখন স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন, পরে গফুর মিয়া তার নেতৃত্বে শাহেদ খান, সাজ্জাদ, হাসান আলী, রাশেল, ইরফান, কামরুল ও সুকিয়াসহ আরও কয়েকজন মিলে কাছিমের বাড়িতে ঢুকে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। তারা ধারালো দা দিয়ে কাছিমের বুকের বাম পাশে কোপ দেয়, এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে দ্রুত মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ কাছিমকে মৃত ঘোষণা করেন।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।