আব্দুস সালাম, টেকনাফ:

টেকনাফের শামলাপুর-হোয়াইক্যং ঢালা এলাকা থেকে অপহৃত দুই পথচারীকে উদ্ধারে গহীন পাহাড়ে অভিযান চালিয়েছে পুলিশ। অপহৃতরা হলেন—উখিয়ার পালংখালী এলাকার নুরুজ্জামানের ছেলে মোহাম্মদ সেলিম উল্লাহ (৩৯) এবং মো. আলীর ছেলে টমটম চালক নুরুল হক (৩৫)।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শোভন কুমার সাহা জানান, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে শামলাপুর বাজারের দিকে যাওয়ার পথে দুই পথচারীকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে অপহরণকারীরা মোবাইল ফোনে পরিবারের কাছে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

অপহৃত সেলিম উল্লাহর স্ত্রী মাহমুদা বেগম বলেন, “প্রতিদিনের মতো ভোরে ব্যবসার কাজে বাড়ি থেকে বের হয় আমার স্বামী। শামলাপুর ঢালায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ও আরেকজনকে অপহরণ করে পাহাড়ে নিয়ে যায়।” তিনি এ ঘটনায় টেকনাফ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযানের বিষয়ে উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান বলেন, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে স্থানীয় জনসাধারণের সহায়তায় গহীন পাহাড়ে পুলিশ অভিযান চালায়। অপহৃতদের উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।