এম.এ আজিজ রাসেল, কক্সবাজার ;

সাবেক সংসদ সদস্য ছালেহা খানম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ১০টা ২০ মিনিটে তিনি ঢাকার এভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি নিরিবিলি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম মোস্তাফিজুর রহমানের সহধর্মিণী।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমার ছেলে, সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল।

আজ শুক্রবার (২৫ এপ্রিল) আসরের নামাজের পর হোটেল নিরিবিলির মাঠ প্রাঙ্গণে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মাগরিবের নামাজের পর গ্রামের বাড়ি পোকখালী গোমাতলী কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।