সিবিএন:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লুৎফুর রহমান কাজলের মাতা সাবেক এমপি ছালেহা খানম ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার ২৪ এপ্রিল রাত ১০ টা ২০ মিনিটের সময় ঢাকা এভার কেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি……..রাজেউন)। তিনি নিরিবিলি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম মোস্তাফিজুর রহমানের সহধর্মিনী।
ছালেহা খানমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক হুইপ শাহজাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদক, সাবেক পিপি এডভোকেট শামীম আরা স্বপ্না। এক শোকবার্তায় তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।